১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

গাজীপুরে আগুনে পুড়ল ৪ দোকান

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে।

১৩ এপ্রিল শুক্রবার ভোরে উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় আগুন লাগে।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আলামিন জানান, উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় শুক্রবার ভোর ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আলামিন বলেন, হেলাল উদ্দিনের পোল্ট্রি ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে তা পাশের রহমত আলীর মুদির দোকান, মারিয়া ফার্নিচার ও আব্দুর রউফের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকান ও মালামাল পুড়ে যায়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৫:৫৮ অপরাহ্ণ