২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৮

ক্ষমতা হারালে পিঠের চামড়া থাকবে না – এরশাদ

রংপুর প্রতিনিধি :

ক্ষমতা হারালে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না বলে দলটিকে সতর্ক করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এজন্য ক্ষমতায় কীভাবে টিকে থাকা যাবে এর কৌশলও বলে দিয়েছেন তিনি। জাতীয় পার্টিকে যথাযথ মূল্যায়ন করলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হবে না বলে মনে করেন তিনি।

রবিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে হেরে গেলে গায়ের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। অতএব এখনো সময় আছে, জাতীয় পার্টিকে সম্মান করেন, সমীহ করেন। অবহেলা করবেন না, অসম্মান করবেন না, আগের মতো কষ্ট দেবেন না। তাহলে আমরা আপনার সঙ্গে থাকবো। কিন্তু ওই সঙ্গে থাকা না, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য থাকবো। আমরা ক্ষমতায় যেতে চাই।’

এরশাদ বলেন, ‘বর্তমান সরকারের জনপ্রিয়তা এখন শূন্য, বড় শূন্য। নির্বাচন যদি সুষ্ঠু হয়, যদি সিল মারার নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগ জিততে পারবে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘এখন শেখ হাসিনার কথা ছাড়া কিচ্ছু নড়ে না। প্রশাসনও নড়ে না। এমনকি গাছের পাতাও যেন নড়ে না। এটা সর্বোচ্চ দলীয়করণ। সবখানে দলীয়করণ। ব্যাংক খালি, ব্যাংক লুটপাট। শেয়ার বাজার লুটপাট। বিচার নাই। সব লুটপাট। ব্যাংকে টাকা নাই। সব বিদেশে পাচার করছে।’

এরশাদ বলেন, ‘আমার মনে হয় দেশের মানুষ প্রস্তুত পরিবর্তনের জন্য। তারা চায় পরিবর্তন, তারা চায় জাতীয় পার্টিকে। মানুষ অস্থির হয়ে গেছে, শ্বাসরুদ্ধ হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানুষ বাঁচতে চায়, মুক্তি চায়, পরিবর্তন চায়।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘৯১ সালে নির্বাচন করে আমরা ১৮টা আসন পেয়েছিলাম। বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি। ৯৬ সালে জাতীয় পার্টি ২১টি আসন পেয়েছিল। আর আওয়ামী লীগ জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে সরকার গঠন করেছিল। অর্থাৎ জাতীয় পার্টি এখনো মূল্যবান। জাতীয় পার্টি ছাড়া কিছু হবে না।’

উপস্থিত নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ভুল করলে চলবে না। আমাদের প্রত্যেক প্রার্থীকে জয়ী করতে হবে। তাহলে আমরা ক্ষমতায় যাবো। পরিবর্তন আসবে। মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। ৬০ টাকায় চাল খেতে হবে না।’

এরশাদ বলেন, ‘রংপুর অঞ্চলের ২২টি আসন হারিয়েছি। এই ২২টি আসন আমাকে উপহার দেন। আমি কথা দিচ্ছি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো। মানুষের যখন দুঃখের কথা শুনি, উৎসাহ দেখি মনে হয় মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে প্রস্তুত।’

নারী নির্যাতন বেড়ে গেছে অভিযোগ করে এরশাদ বলেন, ‘মনে হয় নারী হয়ে জন্ম নেয়াটা অভিশাপ। প্রতিদিন ধর্ষণ। গত দুই মাসে ২৮৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। দোষী ধরা পড়ছে বিচার নেই। আমাদের দুর্ভাগ্য আমাদের মা-বোনের ইজ্জত রক্ষা করতে পারছি না। যারা মা-বোনের ইজ্জত রক্ষা করতে পারে না তারা কী করে দেশ চালাতে পারবে।’

সাবেক এই সেনাশাসক বলেন, ‘শিশুরাও আজ ধর্ষণ থেকে বাদ যাচ্ছে না। এটা অবিচার, এটা অনাচার। এটা হতে পারে না। আমাদের সময় দেশে এটা ছিল না।’

‘বেকারমুক্ত দেশ চাই। দুর্নীতিমুক্ত সমাজ চাই। হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা চাই। আমরা ভাঙবো দুর্নীতির প্রাচীর। আমরা ভাঙবো নিপীড়নের প্রাচীর। আমরা ভাঙবো দুঃশাসনের প্রাচীর।’

সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও অন্যান্য নেতারা বক্তব্য দেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৪:৫৫ অপরাহ্ণ