২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৫

‘একটি মাত্র রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেওয়া হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক:

একটি মাত্র রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেওয়ার ঘটনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বারে আয়োজিত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তার ভাষ্য, ‘যে পরিবারকে ফিরিয়ে নেওয়া হয়েছে, তারা থাকতো নো-ম্যানস ল্যান্ডে। বাংলাদেশের ক্যাম্পে তারা আসেইনি।’

 

স্বরাষ্ট্রমন্ত্রীর জানান, নো-ম্যানস ল্যান্ডে অন্তত ছয় হাজার রোহিঙ্গা পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে।‘ছয় হাজারের মধ্যে মাত্র একটি পরিবারকে ফেরত নেওয়া হাস্যকর। আমরা আশা করি, আটকে পড়া রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত নেবে মিয়ানমার সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান,  আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো ১১ লাখ রোহিঙ্গা রয়ে গেছে। তাদের বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তথ্য মিয়ানমার সরকারের কাছে দেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৪:৪৩ অপরাহ্ণ