১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ

ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটির এক শিক্ষকের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ করেছেন এক ছাত্রী। ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসে পিএইচডি গবেষণারত ওই ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক তাকে নানাভাবে যৌন নিপীড়ন করেছেন। শারীরিকভাবেও নির্যাতন করেছেন। অভিযুক্ত শিক্ষক মুখ বন্ধ রাখার জন্য তাকে ক্রমাগত হুমকি দিয়েছেন বলেও অভিযোগ নিপীড়নের শিকার ছাত্রীর।

এদিকে ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ওই অধ্যাপকের বিরুদ্ধে এজাহার করেছে পুলিশ। অভিযোগের বিষয়ে শিগগির তাকে থানায় ডেকে জেরা করা হতে পারে।

উল্লেখ্য, গত দুই মাস এ নিয়ে তিন শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ করলেন। তিনবারই অভিযোগ করা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেই।

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ২:০০ অপরাহ্ণ