২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৪

আইপিএলে বৈষম্যের শিকার সাকিব

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন ক্ষেত্রেই এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। পুরো ম্যাচের কৃতিত্বস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটা সাকিবের হাতেই ওঠার কথা ছিল।

কিন্তু যখন ম্যাচসেরার পুরস্কারের জন্য অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়েছে, অবাক হয়েছেন অনেকেই। তবে কি সাকিবের চেয়েও এই ম্যাচে উজ্জ্বল ছিলেন স্ট্যানলেক সানরাইজার্সের। এমন বড় জয়ে এককথায় বলা যায় সাকিবের কাছেই হেরে গেছে কলকাতা। চার ওভার বল করেছেন সাকিব। ২১ রানে দুই উইকেট, টি-টোয়েন্টিতে প্রশংসা পাওয়ার মতোই বোলিং। তিনি উইকেটগুলোও নিয়েছেন এমন ব্যাটসম্যানদের, যাঁদের কেউ একজন ভয়ংকর হয়ে উঠলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারত সানরাইজার্সের কাছ থেকে।

ওপেনার ক্রিস লেন বেশ আগ্রাসী হয়ে উঠেছিলেন। ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলার পরই নিজের একার কৃতিত্বে তাঁকে সাজঘরে ফেরান সাকিব। বোলিংয়ের পাশাপাশি লেনের উইকেট নিতে দৃষ্টিনন্দন এক ক্যাচ উপহার দেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দেখার মতো এক ক্যাচ ধরেন তিনি। ভয়ংকর হয়ে ওঠার আগে সুনীল নারাইনকেও মাত্র ৯ রান করার পর সাজঘরের পথ ধরতে বাধ্য করেন বাংলাদেশি অলরাউন্ডার। দারুণ এক ক্যাচের মাধ্যমে সুবমান গিলকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এখানেই শেষ নয়, ৫৫ রানে তিন উইকেট হারিয়ে সানরাইজার্স যখন ধুঁকছে, ঠিক তখনই কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাকিব। ২১ বলে ২৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। অন্যদিকে চার ওভার বল করে অস্ট্রেলিয়ান পেসার বিনি স্ট্যানলেকও ২১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। মাঠে নেই অন্য কোনো ফিল্ডিং নৈপুণ্য। তবুও ম্যাচসেরা তিনি।

সানরাইজার্সের পক্ষে ৪৪ রানে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ম্যাচসেরার পুরস্কারটা তাঁর নামে হলেও মেনে নেওয়ার মতো কারণ ছিল। কিন্তু কিসের নিরিখে সাকিবকে বাদ দিয়ে স্ট্যানলেককে নির্বাচিত করা হলো, ভেবে অবাক হয়েছেন অনেকেই। সাকিবভক্তরা হয়েছেন হতাশ। ব্যাপারটা এমন, সাকিবের পুরস্কারই জোর করে তুলে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান পেসারের হাতে।

পুরস্কার সাকিব না-ই পাক, ম্যাচ জয়ের নায়ক তিনিই। কোনো সন্দেহ নেই, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই কলকাতার বিপক্ষে এক ওভার হাতে রেখে জিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ১:৪৭ অপরাহ্ণ