১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

সিরিয়ায় পশ্চিমাদের হামলা একটি অপরাধ : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সিরিয়ায় পশ্চিমাদের হামলা একটি অপরাধ। তিনি বলেন, সিরিয়ায় অপরাধ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোনো কিছুই অর্জন করতে পারবে না। সিরিয়ায় আক্রমণ একটি অপরাধ।

ইরানি নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট তারা সবাই অপরাধী। ইরান মধ্যপ্রাচ্যে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে শত শত সেনা মোতায়েন করেছে ইরান। এমনকি তারা লাখ লাখ ডলারও ব্যয় করেছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গেলো সপ্তাহে ডৌমায় রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগে মার্কিন যুক্তরাস্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় হামলা করে। যদিও সিরিয়ার সরকার ডৌমায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ৩:০২ অপরাহ্ণ