১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৯

ফরিদপুরে মঙ্গল শোভাযাত্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতাসহ তিনজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তার নাতি হৃদয় সেক (১৬), ও সম্রাট(১০)। তারা তিনজনই বেলুন বিক্রেতা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় সেখানে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন জন আহত হয়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পরপরই সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ২:৪৪ অপরাহ্ণ