১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

সুসাস্থ্যের জন্য রসুন

লাইফ স্টাইল ডেস্ক:

রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তি অনুভব করেন। বলা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন গ্রহণ বেশ উপকারী। রসুন চিবিয়ে খাওয়া উত্তম।

রসুনের উপকারিতা :

১) রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে। গবেষকদের মত, খালি পেটে রসুন গ্রহণ হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে।

২) পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে।

৩) এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূর করে।

৪) পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে, শরীরের রক্ত পরিশুদ্ধ করণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে।

৫) রসুন পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূণ ভূমিকা রাখে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ২:১৩ অপরাহ্ণ