১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

মেয়েরা জিন্স পরলে সন্তান হিজড়া হতে পারে

লাইফ স্টাইল ডেস্ক:

এখন অল্প বয়স থেকেই মেয়েরা জিন্স পরেন। পুরুষের পোশাক বলে চিহ্নিত পোশাকও মেয়েরা হরহামেশাই ব্যবহার করেন। কিন্তু এমন বিপদের কথা তো কেউ বলেনি! কিন্তু ভারতের কেরালাম কাসারাগড়ের অধ্যাপক এমনটাই দাবি করেছেন ছাত্রছাত্রীদের কাছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই অধ্যাপক বলেছেন, ‘‘যেসব নারী জিন্স, শার্ট ইত্যাদি পুরুষ পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন।’’ কেরালার তিন লাখেরও বেশি হিজড়া রয়েছে বলেও দাবি করেন তিনি। অধ্যাপকের এ দাবি কতটা বিজ্ঞানভিত্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তিনি সচেতনতা তৈরি করতে বলেছেন, ‘‘যেসব দম্পতির জীবনযাপন নারী, পুরুষ বিভাজন মেনে তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে।’’

ডক্টর রজিত কুমারের মতো, অসৎ চরিত্রের বাবা মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভোগে।’’ এর আগে স্থানীয় তিরুঅনন্তপুরে একটি মেয়েদের কলেজে গিয়েও এমন দাবি করেছিলেন তিনি। এমন দাবির জন্য বিভিন্ন সময়ে মেয়েদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে রজিত কুমারকে।

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ