১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

রাজবাড়ীতে ছেলের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ছেলের মোটর সাইকেল থেকে পড়ে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম, রেনুকা পারভীন (৪৫)। তার স্বামীর নাম আলতাব হোসেন মোল্যা।নিহতের বাড়ী বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি ভাটিপাড়া গ্রামে।

জানাগেছে, বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি ভাটিপাড়া গ্রামের আলতাব হোসেন মোল্যার স্ত্রী রেনুকা পারভীন (৪৫) বৃহস্পতিবার দুপুরে দাওয়াত খেয়ে ছেলে ইনামুল মোল্যার মোটর সাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে নারুয়া বাজার সংলগ্ন  মোড় ঘুরতে গিয়ে পিছন থেকে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ৭:২৪ অপরাহ্ণ