নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরীতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় এক ছাত্রীর পায়ের ‘রগ কেটে দেয়ার’ অভিযোগে বহিষ্কার (নতুন ঘোষণা নিয়ে বহিস্কারাদেশ প্রত্যাহার কারা হয়েছে) হওয়া ঢাকা বিশ্বদ্যিালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশাকে নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিসি শুক্রবার (১৩ এপ্রিল) বলেন, ‘সেদিন (১১ এপ্রিল) রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। এখন হল কর্তৃপক্ষকে সে ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গত (১১ এপ্রিল) রাতে কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার কারণে মারধর করার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে। পরে এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাতে কবি সুফিয়া কামাল হলের সামনে এসে এশাকে বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল করে। সেদিন এ ঘটনায় হলের ভেতরের ছাত্রীরাও আন্দোলনে ফেটে পড়ে। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম নিয়ে প্রক্টর একেএম গোলাম রব্বানি এলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তাৎক্ষণিক এশাকে মৌখিক অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিষ্কার করা হয়।
একই সাথে সেদিন (১১ এপ্রিল) এশাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে বৃহস্পতিবার ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শুক্রবার (১৩ এপ্রিল) ছাত্রলীগ এশার বহিষ্কারাদেশ তুলে নেয়।
দৈনিক দেশজনতা/ টি এইচ