১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের অভিযোগে হল, বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিস্কার হওয়া  ইফফাত জাহান এশার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ইশরাত জাহান এশা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মঙ্গলবার মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের ঘটনায় তাকে বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার ‘হলে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য’ কমিটি করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কমিটিতে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ