১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

পরিচ্ছন্নতায় রেকর্ড গড়ল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উদ্যোগে প্রায় ১৫ হাজার লোকের উপস্থিতিতে প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এতে সার্বিক সহায়তা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও সহায়তা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি আজ শুক্রবার সকাল থেকে ডিএসসিসির পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নগর ভবনে জড়ো হতে শুরু করে। এরপর রেজিষ্ট্রেশনের মাধ্যমে ঝাড়ু ও আইডি কার্ড সংগ্রহ করে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয় জিরো পয়েন্টে যায়। রেজিষ্ট্রেশনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্ব গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড় এলাকায় পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। আর এর মাধ্যমে গিনেজ বুকে এ রেকর্ড গড়েছে রাজধানীবাসি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, নাবিলা, ভাবনা, অভিনেত্রী আনোয়ারা, অভিনেতা অপূর্ব, সংগীতশিল্পী নকিব খান, ফকির আলমগীরসহ নগরীর সকল শ্রেণী পেশার মানুষ।

কর্মসূচীর মধ্যে প্রথমে শুক্রবার (১৩ এপ্রিল) গুলিস্তানের জিরো পয়েন্টে সকাল ১০টায় ৩৮ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ‘পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১ মিনিট পরিচ্ছন্নতা কাজের মধ্য দিয়ে প্রতীকী এ কর্মসূচি সমাপ্ত হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা নতুন রেকর্ড গড়লাম। বাংলাদেশের এই বিশ্বরেকর্ড জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম।’

ডিএসসিসির কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা প্রত্যেকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার করবো। পাশাপাশি আমরা আমাদের বিবেক বোধকেও পরিষ্কার রাখবো।’

উল্লেখ্য যে, ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরে মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়। শহরের একতা ডান্ডিয়া বাজার রোড পরিষ্কার করে এ রেকর্ড গড়া হয়। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা নেয় ডিএসসিসি এবং রেকর্ডটি ভেঙ্গেও ফেলেছে বাংলাদেশীরা।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৮ ১:২২ অপরাহ্ণ