২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

জরুরি ত্রাণ নিয়ে নৌবাহিনীর জাহাজ রওনা দিয়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় এক কোটি ৮৭ লাখ টাকার জরুরি ত্রাণ বরাদ্দ নিয়ে নৌ বাহিনীর একটি জাহাজ রওনা হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই ক্ষতিগ্রস্তদের জন্য  জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাক টাকার ত্রাণ দেয়া হয়েছে।

সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়ছেন।

একই সঙ্গে এ বিষয়ে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেয়া আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী ও বিমাণবাহিনীও কাজ করছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ৩০, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ