১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

দ্বিতীয় দিনে ১৭ জায়গায় খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরের ১৭টি স্পটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৩৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করবেন।

প্রতিটি স্পটে ব্যাপক উপস্থিতির জন্য ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি (উত্তর) এর সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩০, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ