২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৮

ঈদের পর বেসরকারি শিক্ষকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি ও বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা প্রদানের দাবি আদায়ে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় আন্দোলনের কর্মসূচি হিসেবে ৪ মে শিক্ষাবিদদের নিয়ে গোলটেবিল আলোচনা, ১১ মে ঢাকায় প্রতিনিধি সমাবেশ এবং রমজান মাসে জেলা ও বিভাগে প্রতিনিধি সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মহাসচিব আবদুল খালেক, শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন, শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার, মহাসচিব আ. ছালাম খান, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মন্টু প্রমুখ।

নেতারা বলেন, বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১০ জানুয়ারি থেকে টানা ২০ দিন ছয়টি সংগঠন সম্মিলিতভাবে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করে। শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২৯ জানুয়ারি শিক্ষকদের অনশন ভাঙিয়ে বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পহেলা বৈশাখ চলে আসার পরও এই আশ্বাস বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবস্থায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের দূরত্ব বাড়ছে। এ পরিস্থিতি নিরসনে সরকারের দ্রুত ও জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ৮:৫৫ অপরাহ্ণ