১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৫

ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল তাজমহলের মিনার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আগ্রায় প্রবল ঝড়বৃষ্টিতে তাজমহলের প্রবেশদ্বারের একটি মিনার ভেঙে পড়েছে।

বুধবার সন্ধ্যায় আগ্রায় দমকা হাওয়াসহ ঘন্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগে একটি ঝড় বয়ে যায়। ওই ঝড়ে তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় প্রবেশদ্বারের পাথরের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া (পিটিআই)।

কয়েকটি সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ ঘটনায় দক্ষিণ গেটের একটি মিনার ভেঙে পড়ে এবং একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়।

প্রবল বাতাসে ভেঙে পড়া ১২ ফুটি মিনারটির সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীর্ষও ছিল। মিনারটি দরওজা-ই-রওজা নামে পরিচিত প্রধান প্রবেশদ্বারের একটি অংশ।

পর্যটকরা এই প্রবেশদ্বারটি দিয়েই তাজমহলের রূপ প্রথম দেখতে পান, যা তৈরি হয়েছিল সপ্তদশ শতকে মোগল আমলে।

ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পিটিআই।

তাজমহলের প্রধান প্রবেশদ্বার দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এটি প্রধানত মার্বেল পাথরের তৈরি। এর নকশায় প্রথম দিকের মোগল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ পাওয়া যায়।

এর আগে ২০১৬-র প্রথমদিকে তাজমহলের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনে পরিষ্কারকরণ কাজ চলার সময় ওটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এমন ধারণা পাওয়া গেলেও ওই সময় এর জন্য বানরদের ওপর দায় চাপিয়েছিল এএসআই ।

আগ্রা ও এর আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি পাঁচ জন নিহত হন। মাথুরা জেলায় পৃথক দুটি ঘটনায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ও তিনটি শিশু নিহত হয়; বিজনরে অপর একজন নিহত হন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ