১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

ভারত ব্যবস্থা নেবে ৫০০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক:

৫০০ পুলিশ কর্মকর্তার (আইপিএস) বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডিজিপি, আইজিপি র‍্যাংকের কর্তারাও রয়েছেন।

যে সকল আইপিএস অফিসার তাদের সম্পত্তির হিসেব দেননি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। এমনকি তাদের প্রমোশনও আটকে যেতে পারে। সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় সরকারের তালিকায় রয়েছেন পুলিশের আইজি, ডিজি, অ্যাডিশনাল ডিজিসহ একাধিক অফিসার। শুধু যারা সম্পত্তির হিসেব সংক্রান্ত ফাইল জমা দেননি, তাদের কাছ থেকেই এই সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিটার্ন ফাইল করার জন্য একটি ফর্মও প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে নগদ টাকা, ব্যাংকের ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, বীমা, পিএফ ব্যাংকের ঋণসহ সব ডিটেলস (বিস্তারিত) দিতে হবে।

এমনকি গাড়ি, সোনা-গয়না যাবতীয় সব কিছুরই হিসেব তাদের দিতে হবে। পরিবারের কারা কারা তাদের ওপর নির্ভরশীল সেই খতিয়ানও সরকারকে দেখাতে হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১:০০ অপরাহ্ণ