১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে কেপটাউন টেস্টে বল বিকৃতির অপরাধের জন্য এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় এই দুই অধিনায়কে। দুই অধিনায়ক ছাড়াও এই চুক্তি থেকে বাদ পড়েছেন ক্যামেরন ব্যানক্রফট।

মঙ্গলবার ২০১৮-১৯ মৌসুমের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেন। এই তালিকায় সদস্যে সংখ্যা হল ২০ জন।

২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাট রেনশো, জই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কুস স্টোইনিস ও অ্যান্ড্রু টাই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ