চট্টগ্রাম প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে করে চবি’র শাটল ট্রেন বন্ধ রয়েছে। অন্যদিকে ক্লাস ও পরীক্ষাও বর্জন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেল স্টেশন ও নগরীর সোলশহরে এ অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেল স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, সাড়ে ৮টার শাটল ট্রেন যাওয়ার পর সেটি আর ফিরে আসেনি। আন্দোলনকারীরা আটকে দিয়েছে। তাই পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারছে না।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

