১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জনায়, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বুধহাটার নওয়াপাড়া নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ