২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৮

ধামরাইয়ে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলায় কাভার্ডভ্যান ও মাটিবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামরাইয়ের কেলিয়া এলাকায়  ঢাকা-আরিচা মহাসড়কে যশোরগামী কাভার্ডভ্যান ও ধামরাইগামী মাটিবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও সহকারী নিহত হন। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ সময় উভয় যানবাহনের ৪ জন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ রেজাউল করিম দীপু জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৬:২২ অপরাহ্ণ