১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৬

আলোচিত নুরুল আলম হত্যায় ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান।
তিনি বলেন, রায় ঘোষণার সময় কানন বড়ুয়া আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিন নিয়ে পলাতক আছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে প্রবাসী নরুল আলমকে হত্যা করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ