২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট বার

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা-মোকদ্দমা করা হলে অ্যাডভোকেট জামিউল হক ফয়সালের নেতৃত্বে ৩৫ জন আইনজীবী তাদেরকে আইনি সহায়তা দিবে বলে জানিয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে এই তথ্য জানানো হয়।

অপরদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সমিতি।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ