২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০১

আন্দোলনকারীদেরকে ঢাবি শিক্ষক সমিতির সমর্থন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি চাকরি ব্যাবস্থায় বিদ্যমান কোটা সংস্কারের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ সমর্থন জানান।

মাকসুদ কামাল বলেন, ‘কোটা সংস্কারের এ দাবি শিক্ষার্থীদের নৈতিক দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ নৈতিক দাবিকে পূর্ণ সমর্থন জানাই।’

৭ মের মধ্যেই এ সমস্যা সমাধান করার দাবি জানিয়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের এ আন্দোলনে পুলিশের বাড়াবাড়িকে সমর্থন করি না। এ সময় আন্দোলনে আহতদের রাষ্ট্র অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকেই হোক, তাদের চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।

ভিসির বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে  মাকসুদ কামাল বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। ২৫ মার্চ কালরাত এবং এর আগে যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই কায়দায় প্রশিক্ষিতদের দিয়ে এ হামলা চালানো হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সিনেট সদস্য অধ্যাপক নিলীমা আক্তার, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সমিতির নেতৃবৃন্দ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৫:২৫ অপরাহ্ণ