২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১০

রাসায়নিক হামলার জন্য দায়ী রাশিয়া ও ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার একটি সামরিক ঘাটিতে সোমবার সকালে বিমান হামলায় কমপক্ষে ১৪ জন মারা গেছেন। হামলার ঘন্টাখানেক আগে যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তার প্রতিপক্ষ বাশার-আল-আসাদকে ‘মূল্য চুকাতে হবে’ বলে হুমকি দিয়েছিলেন। সিরিয়া ও তার মিত্র রাশিয়া হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেশকিছু সিরিয়ান সৈন্য এ হামলায় নিহত হন আরো কমপক্ষে ৩০ জন আহত হন।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার জন্য রাশিয়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানকে দায়ী করেছেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সিরিয়ায় অমানবিক রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হয়েছেন। সন্ত্রাসপূর্ণ এলাকাটি লকডাউন এবং সিরীয় সেনাবাহিনী দ্বারা আবদ্ধ যেটিতে বাইরের বিশ্বের জন্য দুর্গম। পশু আসাদকে সমর্থনের জন্য প্রেসিডেন্ট পুতিন, রাশিয়া ও ইরান দায়ী।দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ