১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

প্রতি বছর ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গড়ে বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে থাকে।

তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫ টি দেশে ১ কোটি ১৬ লাখ ৬ হাজার একশত একাত্তর জন কর্মী কর্মসংস্থানের জন্য গমন করেছেন।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৭ সালে তা বেড়ে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনে উন্নীত হয়েছে যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, বিগত ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশ গেছেন। ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মী বিদেশ গেলেও গত ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন।
তিনি বলেন, বিদেশ লোক পাঠাতে হলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সরকারি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ