১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

রংপুরে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক সিরাজুল ইসলামকে ঘুষের ৬০ হাজার টাকাসহ আটক করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নিজ অফিসকক্ষে ঘুষের টাকা লেনদেন করার সময় আটক করা হয়।

জানা গেছে, দুদকের কাছে গোপন তথ্য ছিল রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বিভিন্ন কাজে হয়রানি করা হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আর ঘুষ বাণিজ্যের সঙ্গে অফিসের উপপরিচালকসহ কর্মচারীরা জড়িত। এমন খবরের ভিত্তিতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল ফাঁদ পেতে ওই অফিসে অভিযান চালান।

এ সময় ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলির জন্য আবেদনকারী শিক্ষক শারমিন আকতারের নথি অগ্রগামী করে বদলির কাজের জন্য উপপরিচালক সিরাজুল ইসলাম ৬০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। তাকে টাকা লেনদেন করার সময় হাতেনাতে দুদকের দল আটক করে।

শিক্ষক শারমিন আকতারের অভিযোগ তার বদলির নথিপত্র দীর্ঘদিন ধরে আটকে রেখে তাকে হয়রানি করেন উপপরিচালক সিরাজুল ইসলাম। তিনি বর্তমান ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন বালিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। দুদকের ঢাকা বিভাগীয় অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ