গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে কলেজ ছাত্র নিহতের জেরে বাস পোড়ানোর ঘটনায় ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) ধর্মঘটের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ থেকে অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ভোগান্তিতে পড়েছেন এ সব রুটে চলাচলরত সাধারণ যাত্রীরা। ইজিবাইক, ভ্যানে-রিকশা অথবা পায়ে হেটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা নিয়েছে যাত্রীরা। অনেকই আবার গন্তব্যে যেতে না পেরে ফিরে যাচ্ছেন।
এরআগে গত রোববার (০৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় লোকাল বাস উল্টে গিয়ে চন্দ্রদিঘলীয়া পলিটেকনিকের এক ছাত্রসহ দুইজন নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর ও ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
বাসে আগুন দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার (০৯ এপ্রিল) ভোর থেকে অনির্দিষ্টিকালের পারিবহন ধর্মঘটের ডাক দেন জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। পরে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিও যুক্ত হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

