আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবমাননাকর বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
পেসকভ বলেন, বাশার আসাদ সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট এবং একটি দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে অশোভন বক্তব্য দেয়া উচিত নয়। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা এলাকার দুমা শহরে শনিবার রাসায়নিক হামলা হয়। এ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন। তিনি আসাদকে ‘পশু’বলে আখ্যায়িত করেন।
দৈনিকদেশজনতা/ আই সি