১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

সিলেটে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

বিএনপির পক্ষ থেকে সমাবেশের জন্য নগরীর কোর্টপয়েন্ট চাওয়া হয়েছিল পুলিশের কাছে। তবে পুলিশ কোর্টপয়েন্টে সমাবেশের অনুমতি না দিয়ে রেজিস্ট্রারি মাঠে অনুমতি দেয়। সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। বিভাগীয় এ সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সিলেটে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেছে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। সিলেটে বিভাগীয় সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করতে হবে সিলেট বিভাগ বিএনপির দুর্জয় ঘাঁটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১০:১১ পূর্বাহ্ণ