স্পোর্টস ডেস্ক:
আইপিএলে সাকিব আল হাসানের নতুন অধ্যায়টা শুরু হল দুর্দান্তভাবে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাত বছরের পাঠ চুকিয়ে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। দলটির হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন সাকিব। আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার।
সোমবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। নিজের প্রথম তিন ওভারে দেন ২০ রান। ১৪তম ওভারে বোলিংয়ে ফিরেদুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সাকিব। তার বলে সীমানায় ধরা পড়েন রাহুল ত্রিপঠী। পরে ফিরিয়ে দেন রূদ্রমূর্তি ধারণ করা সঞ্জু স্যামসনকে।
৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ২ উইকেট নেন সাকিব। এদিন হায়দরাবাদের বোলাররা দুর্দান্ত বল করেছেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তবে সফলতম বোলার সিদ্ধার্থ কৌল। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেনএ পেসার। তাদের বিধ্বংসী বোলিংয়ে ৯ উইকেটে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। সর্বোচ্চ ৪৯ রান আসে স্যামসনের ব্যাট থেকে।
জবাবে শিখর ধাওয়ানের অপরাজিত ফিফটিতে ৯ উইকেটের সহজ জয় পায় হায়দরাবাদ। ২৫ বল হাতে রেখেই ১২৬ রানের টার্গেট টপকে যায় সাবেক চ্যাম্পিয়নরা। ৫৭ বলে ১৩ চারের বিপরীতে ১ ছক্কায় ৭৭ রানের হার না মানা ইনিংস খেলেন ধাওয়ান। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে এ বাঁহাতি ওপেনারের সঙ্গে ১২১ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান কেন উইলিয়ামসন। কমলা জার্সিধারীদের অধিনায়ক করেন ৩৬ রান।
দৈনিকদেশজনতা/ আই সি