২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

বিদ্যমান ৫৬ ভাগ কোটা অন্যায়: আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

প্রখ্যাত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান মনে করেন সরকারি চাকরিতে ১০ ভাগের বেশি কোটা সংরক্ষণ করা উচিত না। বিদ্যমান ব্যবস্থায় যে ৫৬ ভাগ কোটা রয়েছে তা অন্যায়। তবে কোটা সংস্কারের নামে কোনো সহিংস আন্দোলন গ্রহণযোগ্য নয়। আলাপ- আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। গতকাল সোমবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রোববার যা দেখলাম তাতে মনে হচ্ছে আন্দোলন ভয়াবহ রূপ নিচ্ছে। সব সময় শুভ বুদ্ধি জাগ্রত রাখা দরকার।
তারা একটা দাবি করছে বলে অন্যায় উপায়ে দাবি আদায় করবে- এটা ঠিক নয়। দাবিটাও ন্যায্য হতে হবে, পথটাও ন্যায্য হতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান হতে হবে। রাজনৈতিক নেতৃত্ব-সরকারকেও বুঝতে হবে কখন কি করতে হবে। সরকারেরও তো বিবেচনা থাকে। আমি শুধু ছাত্রদের বলবো তারা যেন সহিংসতার পথ ত্যাগ করে শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরে। বিষয়টি সমাধান করতে সরকারকেও সময় দিতে হবে। কারণ এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৯:৫২ পূর্বাহ্ণ