১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

‘চলো চলো-ঢাকা চলো’ নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের সঙ্গে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক বিপাশা চৌধুরী বলেছেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সেই সাথে আগামী ১৬ এপ্রিল দাবি আদায়ে চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় সেখানে আন্দোলনকারী ঢাবির শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।

বিপাশা চৌধুরী বলেন, সচিবালয়ে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যখ্যান করেছেন। যে সিদ্ধান্ত হয়েছে তা কেউ মেনে নেননি, মেনে নেয়ার মতো কোনো সিদ্ধান্ত সেখানে হয়নি।

তিনি বলেন, গতরাতে সরকারের এক প্রভাবশালী ব্যক্তি এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যাওয়ার পর পরই তাদের ওপর হামলা হলো, শিক্ষার্থীদের রক্তাক্ত করা হলো। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থী ও ভিসির বাসভবনে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

আগামীকাল বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করার ঘোষণাও দেন সমন্বয়ক। সেই সাথে তিনি জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে সারা দেশের সব ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস-পরীক্ষা হবে না। কোনো শিক্ষার্থী ক্লাস বা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১০:১৫ অপরাহ্ণ