১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুনীল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হাজরাবাড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

নিহত সুনীল ঝাউগড়ার টুপকার চর এলাকার সরফ উদ্দিনের ছেলে। তিনি শেখ কামাল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সুনীল বাড়ি থেকে আটোবাইক যোগে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাজরাবাড়ী বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে সুনীল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ