১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

সিরিয়ার হোমস শহরে মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় হোমস শহরে টি-ফোর নামের একটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে। সোমবার এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার বিমানবাহিনী আটটি মিসাইল ভূপাতিত করেছে। ওই হামলা একটি মার্কিন আগ্রাসন হয়ে থাকতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় কোনো বিমান হামলা চালাচ্ছে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন। হামলার শিকার এলাকাকে ঘিরে রেখেছে সিরিয়ান সেনাবাহিনী। এর ফলে, বহির্বিশ্বের কেউ সেখানে যেতে পারছে না। আসাদকে সমর্থন দেওয়ায় রাশিয়া ও ইরানকে চরম মূল্য দিতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ