১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ২০০ ইঞ্জিনিয়ারিং কলেজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ধীরে ধীরে কমে আসছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার আগ্রহ। দেশের চাকরি সঙ্কটই এর জন্য দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় দেশটিতে ২০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ খবর কলকাতা২৪এর।

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এর মতে, প্রায় ২০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করার আবেদন করা হয়েছে ৷ এই সব কলেজগুলিতে আর ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়াদের ভর্তি করা হবে না৷ তবে এই কলেজগুলির নাম এখনও প্রকাশ করা হয়নি৷ এআইসিটিইর চেয়ারপার্সন অনিল সহস্রবুদ্ধে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে সব কলেজ বন্ধ হতে চলেছে ওইসব প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এই ২০০টি কলেজ বন্ধ হয়ে গেলে ২০১৮-১৯ সালের মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় ১ লাখ ৩০ হাজার সিট কমে যেতে পারে৷

২০১২-২০১৩ সালে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমশই কমে আসছে। এআইসিটিইর মতে, প্রতি বছর প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী কমছে ইঞ্জিনিয়ারিং শাখায়৷ অন্যদিকে আইআইটি, এনআইটিতে ভর্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷

দৈনিকদেশজনতা/ আই সি


প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ণ