১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

রোহিতের স্ত্রীর ওপর ক্ষেপেছেন ধোনিভক্তরা

স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচে অল্পের জন্য হেরে যাওয়ায় এমনিতেই মন ভালো নেই মুম্বাই ইন্ডিয়ানসের। তার ওপর মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের রোষানলে পড়েছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে। বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার পর্দা উঠেছে আইপিএলের ১১তম আসরের। ওপেনিং ম্যাচে লড়ে ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিতের মুম্বাই ইন্ডিয়ানস। শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইকে ১ উইকেটে হারিয়েছে চেন্নাই। ফিক্সিং কেলেঙ্কারির কারণে নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই দুর্দান্ত সূচনা করেছে ধোনির দল।
স্বাভাবিকভাবেই উত্তেজিত মিস্টার ফিনিশারের ভক্ত-সমর্থকরা। তাদের যেন আরও তাতিয়ে দিয়েছেন রোহিতের স্ত্রী! ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিতিকা। তাতে দেখা গেছে, একটি পত্রিকার প্রচ্ছদে রোহিত। তার ওপর লেখা- ‘ক্যাপ্টেন কুল’। এতেই হিটম্যানের স্ত্রীর ওপর খেপেছেন ধোনিভক্তরা। তাদের মতে, ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত তাদের অধিনায়ক। এ তকমা অন্য কেউ বাগিয়ে নেক- তা তারা চান না। কোনোমতেই সেটি মেনে নেয়া যায় না। তাই তার ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ