মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির টিকিটে এবং ধানের শীষ প্রতীক নিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়, প্রার্থী মনোনয়ন বোর্ড এ সাক্ষাৎকার নেয়।
দুই সিটি মেয়র নির্বাচনের প্রার্থী মনোনয়ন বোর্ডে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধূরী, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিকেলে ৫টায় খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার শেষ হয় সোয়া ৬টায়। এরপর গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনে আগ্রহী মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু করে প্রার্থী মনোনয়ন বোর্ড।
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘ধানে শীষ’ প্রতীকে নির্বাচনে আগ্রহী দশ নেতা বিএনপির ফরম কিনেছেন। এর মধ্যে গাজীপুরে নির্বাচনের জন্য ফরম কিনেছেন বর্তমান মেয়র আব্দুল মান্নানসহ সাতজন। খুলনা থেকে সাক্ষাৎকার দিতে এসেছেন তিন নেতা। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
বিএনপির একাধিক সূত্র বলছে, ইতোমধ্যে দলের হাইকমান্ড গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় মনিরুজ্জামান মনি প্রায় চূড়ান্ত ছিলেন। যদিও গত দু’দিনে বিএনপির নেতৃত্ব মনে করছে, খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করলে জেতার পক্ষে বেশি সুবিধা পাওয়া যাবে। ইতোমধ্যে তার আগ্রহের কথা সংবাদমাধ্যমে এসেছে।
ধারণা করা হচ্ছে, তেমন কোনো জটিলতা না থাকলে সাক্ষাৎকার শেষে বিএনপির মনোনয়ন বোর্ডের সভার পর রাতেই সংবাদ মাধ্যমে খুলনা ও গাজীপুরে দলের প্রার্থী ঘোষণা আসতে পারে।
বৃহস্পতিবার দিনভর এসব নেতাদের কেউ স্বশরীরে আবার কেউ প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব মনোনয়নপত্র বিক্রি করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রত্যাশীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়।
গাজীপুরে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র আবদুল মান্নানের ছেলে এম মনজুরুল করীম রনি, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন এবং জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার।
এরা সবাই মনোনয়ন ফরম পূরণ করে শুক্রবার (০৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল পাঁচটার মধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মনোনয়ন ফরমগুলো যাচাই-বাছাই শেষে আজ রোববার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।
দৈনিক দেশজনতা/এন এইচ