নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন রেখে বলেছেন, খাবার টেবিলে বসে ডাল, সবজি, মাছ-মাংস খাচ্ছেন। এগুলোর দাম তো পাঁচ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়েছে। তাহলে চালের দাম নিয়ে এত আপত্তি কেন? কৃষকের স্বার্থের কথা কেন বিবেচনা করছেন না? রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কেবলমাত্র ভোক্তার কথা বিবেচনা করলে চলবে না। ডাল, সবজি, মাছ-মাংসসহ প্রত্যেকটি জিনিসের দাম ৫ গুণ, ৭ গুণ এমনকি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। আর চালের বাড়তি দাম নিয়ে আপত্তি করছেন, কৃষকদের স্বার্থ চিন্তা করবেন না, এটাতো হতে পারে না।’
দাম না পেলে কৃষক চাল উৎপাদন বন্ধ করে দেবে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘তখন শুধুমাত্র আমদানি নির্ভর হতে হবে। কাজেই কৃষকের কথা সবাইকে বিবেচনা করতে হবে। তাদের ন্যায্য মূল্য দিতে হবে।’
দৈনিক দেশজনতা/এন এইচ