বগুড়া প্রতিনিধি:
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন আওয়ামী যুব-মহিলা লীগ বগুড়া শহর শাখার যুব-বিষয়ক সম্পাদিকা শিল্পী বেগম। গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার শহরের নবাববাড়ী সড়কে রুচিতা হোটেলের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। শিল্পী বেগম শহরের রহমান নগর পুরাতন কাজীলেনস্থ ধলু প্রামানিকের মেয়ে ও সেলিমের স্ত্রী বলে ডিবি পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, পেশায় দর্জি সেলিমের স্ত্রী শিল্পী বেগম আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বেপরোয়া জীবনযাপন শুরু করেন। তার চলাফেরায় এলাকাবাসীর সন্দেহ হলেও কেউ ভয়ে মুখ ফুটে কিছু বলেননি। তিনি সবসময় শহর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ডালিয়া নাসরিন রিক্তার সাথেই থাকতেন। তাকে রিক্তার ডান হাত হিসেবেই সবাই চিনে।
বগুড়া শহর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ডালিয়া নাসরিন রিক্তা জানান, শিল্পী সংগঠনের যুব-বিষয়ক সম্পাদিকা। তবে, ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি তিনি জানতেন না। জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূরে-আলম সিদ্দিকী জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

