স্পোর্টস ডেস্ক:
২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু গতবার তাকে ফিরতে হয়েছিল মাত্র একটি ম্যাচ খেলে। এবার হয়দরাবাদ তাকে ছেড়ে দেয়ার পর বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বাই অধ্যায়ের শুরুটা রাঙাতে পারলেন না কাটার মাস্টার।
গতকাল শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের একাদশ আসরের রুদ্ধশ্বাস উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে এক বল বাকি থাকতে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
ছয় উইকেটে মুম্বাইয়ের করা ১৬৫ রানের জবাবে ৮৪ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল চেন্নাই। কিন্তু ৩০ বলে ৬৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে ম্যাচের রং বদলে দেন চেন্নাইয়ের ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো। ১৯তম ওভারের শেষ বলে তার বিদায়ে আশা জেগেছিল মুম্বাইয়ের। মোস্তাফিজের করা শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল সাত রান, হাতে এক উইকেট। কিন্তু প্রথম তিন বলে রান না দিলেও শেষ পর্যন্ত মোস্তাফিজ পারেননি মুম্বাইকে জেতাতে। একটি করে চার-ছক্কায় এক বল বাকি থাকতেই চেন্নাইকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন কেদার যাদব। ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে মোস্তাফিজের প্রাপ্তি এক উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স চার উইকেটে ১৬৫ রান করে পুরো বিশ ওভারে। মুম্বাইয়ের সূর্য কুমার যাদব ২৯ বলে ৪৩ রান করেন। উইকেটেকিপার-ব্যাটসম্যান ঈষাণ কিষাণ ৪০ রান করেন ২৯ বল খেলে। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার ২২ বলে ৪১ রান মুম্বাইকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

