১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

মেসির হ্যাটট্রিক: বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক:

লা-লিগার আগের ম্যাচে সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করেছিন বার্সেলোনা৷ শনিবার ক্যাম্প নউয়ে লিগের দ্বিতীয় ম্যাচে লেগানেসকে ৩-০ হারিয়ে দিলো মেসির দল৷ বার্সার হয়ে তিনটি গোলই করেছেন দলের আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি৷

এর ফলে লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করল বার্সেলোনা। ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়াদাদ লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত ছিল। এছাড়া এবার দ্বিতীয়তে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১২ পয়েন্টে এগিয়ে রইল বার্সা।

সম্পূর্ণ সুস্থ না হওয়া সত্ত্বেও লেগানিসের বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে নামেন মেসি৷ খেলার ২৭ মিনিট দারুণ এক সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার তারকা ফুটবলারের৷ বাঁকানো শটে গোলপোস্টের ডানদিক ঘেঁষা শটে বার্সার প্রথম গোলটি আসে ৷ এরপর ৩২ মিনিটে ফিলিপ কৌতিনহোর বাড়ানো বল নিয়ে বিপক্ষের রক্ষণ ভেঙে ডি-বক্সে পৌঁছান মেসি৷ কোনো রকম সুযোগ না দিয়ে বাঁ পায়ের শটে গোল করেন৷

৬৮ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে লেবানিসরা৷ ৮৭ মিনিটে হ্যাটট্রিক করে আরো একটি গোল করেন মেসি৷ শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জেতে বার্সা৷ এটি মেসির ক্যারিয়ারে ৪৫তম হ্যাটট্রিক। আর লিগে এটি তার ২৯তম গোল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ