১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

৮ জিবি র‌্যামের ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোন বাজারে আনছে নকিয়ার

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

এই প্রথম এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া আনছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফোন। মডেল নকিয়া মেজ ২০১৮। সম্প্রতি এই ফোনটির কনসেপ্ট প্রকাশ হয়েছে।

শক্তিশালী ব্যাটারি ছাড়াও ফোনটিতে আছে ৮ জিবি র‌্যাম। এতে দ্রুতগতির প্রসেসর ব্যবহার করা হয়েছে।

৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২০৪৮x১০৮০ পিক্সেল।

ফ্লাগশিপ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র‌্যামের এই ফোনটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

ছবির তোলার জন্য নকিয়া মেজ ২০১৮ ফোনটিতে রয়েছে দুইটি ২৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের।

অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত নকিয়ার সর্বাধুনিক ফোনটির মূল্য ৫০০ ডলার। এই বছরের মধ্যেই ফোনটি বাজারে পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

 

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ