১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

তদন্তের রিপোর্ট প্রকাশ করবেনা ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

কেপটাউন টেস্টে বল টেম্পারিং কান্ডের তদন্তের রিপোর্ট প্রকাশ করবেনা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সিএ চেয়ারম্যান ডেভিড পিভার গতকাল সাংবাদিকদের বলেন, ইন্টেগ্রিটি রিভিউ ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য পেয়েছি। এর আগে দোষীদের শাস্তিও দেয়া হয়েছে এবং খেলোয়াড়রা তা মেনেও নিয়েছেন। তদন্তে পাওয়া অনেক কিছুই আমাদের জন্য উপদেশ হিসেবে কাজ করবে। পরবর্তীতে আর কোন তথ্য প্রকাশ করা হবে না। বিষয়টা ভুলে আমরা এখান থেকে সামনে এগোতে চাই।

বল টেম্পারিং ঘটনার পরদিনই পিভার ও সিএ’র ইন্টেগ্রিটি প্রধান উড়ে যান দক্ষিণ আফ্রিকায়। ইন্টেগ্রিটি প্রধানের নেতৃত্বে শুরু হয় তদন্ত। সেখানে পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে ওয়ার্নারের নাম। পরবর্তীতে স্মিথ ও ওয়ার্নারকে ১ বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। দেশে ফিরেও এই তিন ক্রিকেটার এ ঘটনা নিয়ে বিস্তাারিত কিছু বলেননি।

অজিদের বল টেম্পারিং কেলেঙ্কারির দুই সপ্তাহ পূর্ণ হলো আজ। কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন এই কাজটি করতে গিয়ে ধরা পড়েন ক্যামেরুন ব্যানক্রফট। পরে অধিনায়ক স্টিভেন স্মিথ ও ব্যানক্রফট তাদের দোষ স্বীকার করেন। পুরো বিষয়টি তদন্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর ওপর ভিত্তি করে এই তিন ক্রিকেটারকে শাস্তিও দেয়া হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ২:০২ অপরাহ্ণ