আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে সম্ভবত আমেরিকা বেরিয়ে আসবে এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
শুক্রবার (৬ এপ্রিল) আমেরিকার নর্থ ক্যারোলাইনার ডিউক বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য এ কথা বলেন নিকি। এসময় তিনি সন্ত্রাসবাদে সমর্থন এবং ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু সমঝোতার ধারা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেন। হ্যালি বলেন, ইউরোপের দেশগুলো ইরানের এই ভূমিকার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। কিন্তু আমেরিকা তা করবে না।
দৈনিকদেশজনতা/ আই সি