১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

শ্রীপুরে আ’লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার কাজুলী গ্রামে আওয়ামীলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, ওই গ্রামের হান্নান মেম্বর ও পবন শেখের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক কোন্দল চলে আসছিল। এর জের ধরে সকালে দুইপক্ষের লোকজন সংঘষে জড়িয়ে পড়ে। এ সময় আনিসুর রহমানের মৃত্যু হয়।

মিজানুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ