২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৪

রংপুর রাইডার্সের কোচ হচ্ছেন টম মুডি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) গত আসরের শুরুটা দুর্দান্ত করেছিল রংপুর রাইডার্স। তবে শেষ দিকে সে ধারা ধরে রাখতে ব্যর্থ হলে গ্রুপ পর্বেই শেষ হয় তাদের টুর্নামেন্ট। তাই পঞ্চম আসরের ঘুরে দাঁড়াতে আগেই ঘর গোছাতে নেমেছে দলটি। কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বড় এক নাম। সাবেক শ্রীলঙ্কান কোচ ও আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের কোচ টম মুডিকে নিযুক্ত করেছেন বলে জানিয়েছেন দলের অন্যতম উপদেষ্টা নাঈমুর রহমান দুর্জয়।

এ প্রসঙ্গে  দুর্জয় বলেন, ‘আগামী আসরে শিরোপা জয়ের লক্ষেই মাঠে নামছে রংপুর রাইডার্স। তাই আমরা কোচ হিসেবে অস্ট্রেলিয়ান টম মুডিকে নিযুক্ত করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশেষ করে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা অনেক। আশা করি ভালো কিছুই হবে।’গত আসরে রংপুরের কোচ ছিলেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মুডি। ২০০১ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাউন্টি ক্রিকেট ক্লাব ওস্টারশায়ারের ডিরেক্টর হিসেবে যোগ দেন এ অস্ট্রেলিয়ান। ২০০৫ সালে দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপ খেলে শ্রীলঙ্কা। ২০১২ সাল আপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দারাবাদের দায়িত্ব নেন মুডি।এদিকে কিছুদিন আগেই রংপুর রাইডার্সের মালিকানা পরিবর্তন হয়। সোহানা গ্রুপের কাছ থেকে অধিকাংশ শেয়ার কিনে নেয় বসুন্ধরা গ্রুপ। তখনই তারা জানিয়েছিল পঞ্চম আসরে বড় চমক উপহার দিবে তারা। আর আসর শুরুর আগেই তার কিছুটা করে দেখালো দলটি।বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর। বাকি এখনও পাঁচ মাসের বেশি। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নেমেছে ঘর গুছানোর কাজে। কদিন আগেই খুলনা টাইটান্সের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক শ্রীলঙ্কান তারকা ও মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩০, ২০১৭ ১:১১ অপরাহ্ণ