১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

সামরিক বাহিনীতে নারী নেবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিরক্ষানীতিতে পরিবর্তন এনে নতুন এক আদেশ জারি করেছে কাতার সরকার। এতে প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নারীদের যোগদানের বিধান যুক্ত করা হয়েছে। তবে তা হবে স্বেচ্ছাভিত্তিতে।

আগে থেকেই সামরিক বাহিনীতে প্রশাসনিক কাজে নারী নিতো কাতার। তবে নতুন করে যাদের নেয়া হবে, তাদের ভূমিকা কী হবে- তা এখনো স্পষ্ট নয়। কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির জারি করা ওই আদেশে বলা হয়েছে, ১৮ থেকে ৩৫ বছরের সব পুরুষকে অবশ্যই এক বছর সেনাবাহিনীতে চাকরি করতে হবে। ১৮তম জন্মদিনের ৬০ দিনের মধ্যে চাকরির জন্য আবেদন করতে হবে।

তবে যারা আবেদন করবে না, বা এক বছর চাকরি করতে চাইবে না- তাদের কারাভোগ করতে হবে, অথবা ১৩ হাজার ৭০০ ডলার থেকে ৮২ হাজার ৪০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। ২০১৩ সালেই নতুন এই নীতির কথা প্রচার করতে শুরু করে কাতার। তবে সম্প্রতি প্রতিবেশী দেশগুলো থেকে রাজনৈতিক ও নিরাপত্তা হুমকিতে থাকায় দ্রুত তা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটি।

গত বছরের জুন থেকে কাতারের ওপর নৌ, বিমান ও স্থল অবরোধ দিয়ে রেখেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কাতারের বিরুদ্ধে চরমপন্থায় সহায়তা করার অভিযোগ তাদের। তবে তা বরাবরই অস্বীকার করে আসছে কাতারি প্রশাসন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ