নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাত ৯টা ২৫ মিনিটে ফোন দিয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন জাতিসংঘ মহাসচিব।
টেলিফোনের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা ৪ লাখের মত রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। আর গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে দমন অভিযান শুরুর পর আরও সোয়া ৬ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ